মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০

মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য

বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্যরে স্মরণে আলোচনা সভা

রেদওয়ান আহমেদ জাকির ॥
বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্যরে স্মরণে আলোচনা সভা

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিশু সংগঠন মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্যরে স্মরণে গত ৪ জুলাই বেলা ১২টায় মেলা মিলনায়তনে আলোচন সভা অনুঠিত হয়। কচি-কাঁচার মেলার সভাপতি মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে ও মেলার প্রবীণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, প্রবীণ সদস্য ও কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক-বিন-জামান, মেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য গোলাম সারওয়ার সেলিম, স্কুলের শিক্ষক মোহাম্মদ হোসেন, স্কুলের শিক্ষার্থী সেজুতি, ইসরাত জাহান, স্বাধীন, অর্নব, মীম প্রমুখ। এ সময় মেলার কর্মকর্তাবৃন্দ ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষকম-লী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাঁর বিদেহী আত্মার শাস্তির জন্যে প্রার্থনা করা হয়। এছাড়া কাজল ভট্টাচার্য্যরে স্মরণে মেলা পরিচালিত কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল ও কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শোক জ্ঞাপন ও প্রার্থনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়