বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০

বাগাদীর মকিমপুরে ফিল্মি স্টাইলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা

অসহায় পরিবারগুলোকে জিম্মি করে চাঁদাবাজি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
অসহায় পরিবারগুলোকে জিম্মি করে চাঁদাবাজি

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ মকিমপুর গ্রামের আখন্দ বাড়িতে চাঁদার দাবিতে ফিল্মি স্টাইলে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নারীসহ কয়েকজনকে আহত করেছে। বৃহস্পতিবার দুপুরে হামলাকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ করেন ও প্রতিবাদ জানান। নিরীহ পরিবারের ওপর হামলা-ভাংচুরের ঘটনায় সুমন খান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

খবর পেয়ে মডেল থানার এসআই রাশেদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। একটি পুকুর বালু দিয়ে ভরাট করতে গেলে মকিমপুর গ্রামের খান বাড়ি ওরফে কাউরিয়া বাড়ির সুজাতখার ছেলে ফয়সাল ও ফরিদ, নুর ইসলাম, সাদ্দাম খান, হাসান খান, বাদল খান, মনির খান এসে বাধা দেয়। এ সময় তারা ড্রেজার মালিক সালাম গাজীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা চায়। এই ঘটনার পর তাদেরকে এক লক্ষ টাকা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে।

পরবর্তীতে বুধবার সেই পুকুরে বালু দিয়ে ভরাট করতে গেলে ফয়সাল ফরিদের নেতৃত্বে ২০-২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ড্রেজার পাইপ ভাংচুর করে। এ সময় ওই বাড়ির মহিলা-পুরুষরা প্রতিবাদ করলে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। ট্রিপল নাইনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানালে অসহায় এক নারীকে ডেকে এনে জানে মেরে ফেলার হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দী নিয়ে ভিডিও ধারণ করে প্রতিপক্ষরা--এমনই অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত এক পরিবার।

থানায় অভিযোগকারী বাদী সুমন খান জানান, মকিমপুর গ্রামে চাঁদাবাজের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। বালু দিয়ে ভরাট করতে গেলে তারা চাঁদার টাকার জন্যে হামলা চালায়। তাদের চাহিদা মত টাকা না দেওয়ায় ঘটনার দিন দলবল নিয়ে এসে ড্রেজার পাইপ ভাংচুর করে। এতে করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার দাবি জানান তিনি।

এদিকে এই হামলার ঘটনাকে প্রতিপক্ষরা অস্বীকার করেন। তারা বলেন, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়