মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০

ফারায়েজ হোসেন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

চিকিৎসেেসবা পেল ৩ শতাধিক নারী-পুরুষ শিশু

অনলাইন ডেস্ক
ফারায়েজ হোসেন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

চাঁদপুরে ফারায়েজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চাঁদপুর শহরের পীর মহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় দুঃস্থ পরিবারের ৩০০জন নারী পুুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। দুপুর পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চাঁদপুর মেডিকেল কলেজের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতায় এই চিকিৎসাসেবা চলে। এতে ভলান্টিয়ার হিসেবে সার্বিকভাবে সহযোগিতা করে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সদস্যরা।

চিকিৎসা নিতে আসা প্রফেসর পাড়ার গৃহিণী ফাতেমা বেগম বলেন, অনেক অসুস্থতা নিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা পেলাম, ওষুধও পেলাম। এ জন্যে আয়োজকদের ধন্যবাদ।

নাজির পাড়ার আব্দুল মমিন বলেন, হাসপাতালে গেলে লাইন ধরতে হয়। ডাক্তারদের ফি দিতে হয়। টাকা দিয়ে ওষুধ কিনতে হয়। ফারায়েজ হোসেন ফাউন্ডেশন আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কিছু করতে হয়নি। গেলাম, ডাক্তার দেখালাম ও ওষুধও নিয়ে আসলাম। অনেক ভাল লাগলো।

চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল বলেন, শুক্রবার বন্ধের দিন থাকায় আমরা ৭জন বিভিন্ন বিষয়ের চিকিৎসক এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নানা বয়সী নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান করি। সেই সাথে এসকেএফ-এর সৌজন্যে বিনামূল্যে নানা ধরনের ওষুধও দিয়েছি। এতে আমাদের ভলান্টিয়ার হিসেবে সহযোগিতা করে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সদস্যরা।

ফ্রি চিকিৎসা সেবা নিতে আসা জটিলে রোগীদের ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়