মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০

কাল জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদপুরে ব্যাপক আয়োজন

বিমল চৌধুরী ॥
কাল জগন্নাথদেবের রথযাত্রা

আগামীকাল ৭ জুলাই রোববার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

তাদের ধর্মীয় বিশ্বাসমতে, এইদিনে জগন্নাথদেব ভ্রাতা, ভগ্নিসহ রাস্তায় বের হবেন কর্মব্যস্ত ভক্তদের দর্শন দেওয়ার জন্যে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। সেই হিসেব অনুযায়ী অন্যান্য বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলা শহরে ব্যাপক আয়োজনে বের হবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ রথযাত্রা উদযাপনে ইতোমধ্যে ব্যাপক আয়োজন সম্পন্ন করেছেন। রাস্তায় চলার মত করে গড়ে তুলেছেন সুসজ্জিত রথ। যে রথে চড়ে ভগবান জগন্নাথ দেব, শুভদ্রা, বলদেব রাস্তায় নামবেন ভক্তদের দর্শন দেওয়ার জন্যে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব পরম দয়ালু, তাই ভ্রাতা ও ভগ্নিকে সাথে নিয়ে ভক্তদর্শনে রাস্তায় বের হন। আর কর্মব্যস্ত ভক্তগণ শত ব্যস্ততার মাঝেও কর্মস্থলে বা চলার পথে ভগবান দর্শনে প্রীত হন এবং পাপমুক্ত হয়ে জগতে শান্তি লাভ করেন।

প্রতি বছরের ন্যায় এই বছরও বিকেলে ভগবান জগন্নাথদেব আরোহিত চাঁদপুর পুরাণবাজার সার্বজনীন জগন্নাথ মন্দির থেকে ফোল্ডিং রথ বের হয়ে শহরের কালীবাড়ি মন্দিরে, ইসকন পুরাণবাজার গোবিন্দ মন্দির হতে রথ বের হয়ে নতুন বাজার মুন্সেফ পাড়া (গণি স্কুল সংলগ্ন) ইসকনের প্রস্তাবিত মন্দিরে, নতুনবাজার গোপাল জিউড় আখড়া হতে রথ বের হয়ে মিনার্ভা দুর্গা মন্দিরে এবং পুরাণবাজার পাল পাড়া বিষ্ণু মন্দিরের রথখানা পুরাণবাজার দাসপাড়ায় নবনির্মিত শিব মন্দিরে নিয়ে আসা হবে। যে সকল স্থানে রথ নিয়ে আসা হবে তা জগন্নাথ দেবের মাসী বাড়ি গুন্ডিচা মন্দির নামে খ্যাত। এই স্থানেই আগামী এক সপ্তাহ যাবত অর্থাৎ উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেব, ভ্রাতা বলদেব ও ভগ্নি শুভদ্রা অবস্থান করবেন এবং আগামী উল্টো রথে আবার স্ব স্ব মন্দিরে ভক্ত সমবেত হয়ে ফিরে যাবেন। পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সেও ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হবে রথযাত্রা অনুষ্ঠান। এদিন হরিসভা মন্দিরের শত বছরের ঐতিহ্যবাহী রথ রাস্তায় বের না হলেও মন্দির চত্বরেই ভক্তবৃন্দ ভক্তি-শ্রদ্ধা সহকারে রথের দড়ি ধরে জয় জগন্নাথ ধ্বনিতে একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাবেন বলে জানিয়েছেন হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা। রথযাত্রাকে কেন্দ্র করে এখানেও ব্যাপক ভক্ত সমাগম পরিলক্ষিত হয়। এছাড়াও ভগবান জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দির এবং শহরের কুণ্ডের বাড়ি দুর্গা মন্দিরেও রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্নে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ সকলের সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, দেশের অন্যান্য স্থানের ন্যায় সম্প্রীতির শহর চাঁদপুরেও ব্যাপক আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রা উপলক্ষে এইদিন ভগবান জগন্নাথদেব ভক্তদের দর্শন দেওয়ার জন্যে রথে চড়ে রাস্তায় বের হবেন। আর ভক্তবৃন্দ ভক্তি-শ্রদ্ধা সহকারে ভগবানকে দর্শন করতে গিয়ে রাস্তার দুধারে রথকে ঘিরে ব্যাপক সমাবেশ করবে। আমরা আশা করি রথযাত্রার এই মহোৎসব সুন্দরভাবে সম্পন্নকরণে জাতি ধর্ম নির্বিশেষ সকলেই বিগত দিনের ন্যায় তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। নেতৃবৃন্দ রথযাত্রা উপলক্ষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সাথে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি)।

দেশের প্রাচীন ও বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয় ঢাকা জেলার সাভার ধামরাইয়ে। সেখানে লক্ষাধিক ভক্তের উপস্থিতি পরিলক্ষিত হয়। আর চাঁদপুর জেলার মধ্যে বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হয় কচুয়ার সাচারে। সাচারের রথযাত্রাকে কেন্দ্র করে বৃহৎ মেলা বসে। সাচারের রথযাত্রা দর্শনে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপক ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। ধর্মীয় নিয়ম অনুযায়ী জগন্নাথ দেব, বলদেব ও শুভদ্রা দেবী আলাদা আলাদা রথে চড়ে এদিন রাস্তায় বের হন। যা ভারতের উড়িষ্যা রাজ্যের শ্রীক্ষেত্র পুরীধামে পরিলক্ষিত হয়। তাদের এই রথের আলাদা আলাদা নামকরণও রয়েছে। জগন্নাথদেব যে রথে চড়ে বের হন তার নাম হলো নন্দিঘোষ, আর যে দড়ি ধরে রথ টেনে নিয়ে যাওয়া হয় তার নাম হলো শঙ্খচূড় নাগিনী, বলদেবের রথের নাম হলো তালধ্বজ, আর দড়ির নাম হলো বাসুকি নাগ, শুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন আর দড়ির নাম হলো স্বর্ণচূড়। ভারতের শ্রীক্ষেত্র পুরীধামে এর ব্যাপকতা দেখা যায়। সেখানে রথযাত্রাকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতি পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়