প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
চক্ষুদান সদকায়ে জারিয়া, রক্তদান পবিত্র কাজ
----সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, চক্ষুদান সদকায়ে জারিয়া, রক্তদান পবিত্র কাজ। স্বেচ্ছায় রক্তদান অসংখ্য জীবন বাঁচায়। এক সময়ে মানুষ রক্ত দিতে ও নিতে ভয় আর শঙ্কায় থাকতো। দিন দিন এ বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর সন্ধানী ভবনে রক্তদাতাদের সম্মাননা প্রদান ও ‘সন্ধানী : বিশ্বাস শুদ্ধতায় একাগ্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘সন্ধানীর কারণে দেশে রক্ত দেয়াকে এখন স্বাভাবিক ভাবা হয়। রক্তদানকে এ অবস্থায় নিয়ে আসার মূল কৃতিত্ব এ সংগঠনটির। অবশ্যই তার পাশাপাশি আরও যেসব স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন যাবত স্বেচ্ছায় রক্তদানে কাজ করছে, তাদেরও সম্মিলিত প্রয়াসে এ জায়গায় এসেছে।’
মরণোত্তর চক্ষুদান ও অঙ্গদান প্রসঙ্গে আলোকপাত করতে গিয়ে দীপু মনি বলেন, ‘মরণোত্তর চক্ষুদান সাদকায়ে জারিয়া। যখনই অঙ্গদান নিয়ে নানা কথা হচ্ছিল, সে সময় আমরাও যোগাযোগ করি। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাদের ফিকাহ কাউন্সিল ফতোয়া জারি করে, মরণোত্তর চক্ষুদান সদকায়ে জারিয়া।’
মন্ত্রী তাঁর বক্তব্যে সন্ধানীর সাথে যুক্ত চিকিৎসা বিজ্ঞানের সকল ছাত্র, চিকিৎসক ও পেশাজীবীদের আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে স্বাস্থ্যবান স্মার্ট নাগরিক তৈরিতে আন্তরিকভাবে সেবা দেয়ার আহ্বান জানান। পরে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাঃ দীপু মনি এমপি। সূত্র : সময় নিউজ।