শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০

কাল চাঁদপুর অযাচক আশ্রমে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ৪০তম তিরোধান দিবসে ব্যাপক কর্মসূচি

অনলাইন ডেস্ক
কাল চাঁদপুর অযাচক আশ্রমে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ৪০তম তিরোধান দিবসে ব্যাপক কর্মসূচি

আগামীকাল ২৭ এপ্রিল শনিবার পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের ৪০তম তিরোধান দিবস এবং তাঁর সুযোগ্যা মানসকন্যা মহাসন্ন্যাসিনী শ্রীশ্রীমামণি সংহিতা দেবীর ১৬তম তিরোধানবার্ষিকী উপলক্ষে তাঁদের পুণ্যস্মৃতি স্মরণে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ও ‘স্মৃতিচারণ সভা’ যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হবে। এই পুণ্যানুষ্ঠানে সপরিজন ও সবান্ধব উপস্থিতির জন্যে চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারী সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে : ভোর সাড়ে ৫টায় ঊষাকীর্তন, সকাল ৮ টায় মঙ্গল শঙ্খধ্বনি, সকাল ৮টা ২ মিনিটে নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা থেকে পাঠ, সকাল সাড়ে ৮টায় শ্রীশ্রী সমবেত উপাসনা, সকাল ১০টা ১৫ মিনিটে ব্রহ্মগায়ত্রী গীত, নীরব মহানাম জপযজ্ঞ এবং তারপর সকাল ১০টা ৪৫ মিনিটে হরিওঁ মহানাম সংকীর্ত্তন। বেলা ১২টায় স্মৃতিচারণ সভা স্মৃতিচারণ সভায় চাঁদপুরের সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং দুপুর ২টায় শান্তি বাচন ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়