শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার

চাঁদপুরে পৃথক স্থান থেকে লিটন গাজী (৩৪) ও আরিফ (২৬) নামে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, লিটন গাজী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের মৃত সিরাজ গাজীর ছেলে। আরিফ সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে।

লিটনের শাশুড়ি হাজেরা বেগম জানান, সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামে নিজ বাড়িতে একা থাকতেন লিটন। রোববার তাকে অনেকবার কল করলেও তিনি তা রিসিভ করেন নি। এরপর ছোট জামাইকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখতে পাই লিটন মাটির ওপর পড়ে আছে। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এদিকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান জানান, আরিফ একজন মানসিক ভারসাম্যহীন রোগী বলে দাবি করেছে তার স্বজনরা। তিনি ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তার একটি সন্তান রয়েছে। রোববার রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পৃথক দুটি অপমৃত্যুর মামলার পর পরিবারের কাছে মৃতদেহ দুটি পৃথক হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়