প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
ছাত্রলীগের গাছের চারা রোপণ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
বৈশি^ক উষ্ণ আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র দাবদাহ চলছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী গাছের চারা রোপণ করার কর্মসূচি গ্রহণ করে। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেন। জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গতকাল মৎস্য অফিসের অভ্যন্তরে গাছের চারা রোপণ করেন। জেলাব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানান নেতৃবৃন্দ।