প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি : ১৭ মার্চ সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান (উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাছির উদ্দিন আহমেদ, সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ), সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসক কর্তৃক র্যালিতে অংশগ্রহণ, বাদ আসর এতিমদের মাঝে ইফতার বিতরণ এবং বিভিন্ন মসজিদে দোয়া ও তবররুক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচিকে সফল করার জন্যে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তথা চাঁদপুরের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্যে আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।