প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০
মতলবের নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার
স্বত্বাধিকারীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
মতলব বাজার এলাকার নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগীর স্বজনদের কাছ থেকে প্রেসক্রিপশনের নামে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ ওঠেছে।
রোগীর স্বজন শরীফ জানান, গত ৫ মার্চ মতলব নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে আমি রোগী দেখাতে যাই। সেখানে ডাঃ মোঃ মোতালেব হোসেনকে ৫শ’ টাকা ভিজিট দিই। ওই চিকিৎসক প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ডায়াগনস্টিক সেন্টারে বসেন। তিনি রোগীকে দেখে বেশ ক’টি পরীক্ষা দিয়ে রিপোর্ট তাকে দেখাতে বলেন। কয়েকটি পরীক্ষা মতলব নিউ ল্যাব ডে করানো হয়। বাকি একটি পরীক্ষা ডাক্তারের পরামর্শ মতে ঢাকা থেকে করানো হয়। যা আসতে ৩/৪ দিন সময় লাগে।
ঢাকার রিপোর্ট আসলে ডাক্তার দেখাতে গেলে ওই ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জালাল হাওলাদার বলেন, ডাক্তারকে দেখাতে হলে পুনরায় প্রেসক্রিপশন ফি দিতে হবে। অন্যথায় দেখানো যাবে না। এ নিয়ে মালিক ও রোগীর স্বজনদের সাথে বাকবিতণ্ডা হয়। পূর্বে ডাক্তারকে ফি দেয়া হয়েছে। ওই সময়ের পরীক্ষা দেখাতে নতুন করে টাকা লাগবে কেন? ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীদের এমন আচরণে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মতলব নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জালাল হাওলাদার বলেন, ডাক্তার দেখাতে হলে প্রতিবারই প্রেসক্রিপশন ফি দিতে হবে। অন্যথায় ডাক্তার দেখানো যাবে না।