শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৬ মামলা

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৬ মামলা

রমজান মাস ও ঈদকে সামনে রেখে হাজীগঞ্জ বাজারে আসা ক্রেতা ও পথচারীদের স্বস্তিতে চলাচলের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ফুটপাত দখলমুক্তকরণে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এ সময় ১৬টি মামলায় ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজীগঞ্জ বাজারে যানজট লেগেই থাকে। আর পবিত্র মাহে রমজান মাস, ঈদুল ফিতর ও ঈদুল আজহা এলেই এ যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে রমজান মাসের এক সপ্তাহ আগ থেকে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই যানজট থেকে বাজারে আসা ক্রেতা ও পথচারীদের স্বস্তি দিতে বাজারের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

হাজীগঞ্জ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় মঙ্গলবার অভিযানে ফুটপাত দখলে রাখায় বাজারের ১৬ জন ব্যবসায়ীকে ১৬টি মামলায় পৃথকভাবে নগদ ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। এ সময় ফুটপাত দখলে রাখা ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ বুরহান উদ্দিন সেলিমসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়