প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০
কচুয়ায় বেড়ায় আবদ্ধ ১০টি পরিবার
কচুয়া উপজেলার কাদলা গ্রামে জনচলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। ফলে ১০টি পরিবারের লোকজন আবদ্ধ হয়ে পড়েছে। রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের হেনার বাড়ির ১০টি পরিবারের লোকজনসহ ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের পথের দুই প্রান্তেই বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দিয়েছেন স্থানীয় অধিবাসী মোঃ আবু মুুসা।
হেনার বাড়ির বাসিন্দা সেরাজল হক জানান, বাপ-দাদার আমল থেকে এমরানের দোকান থেকে হেনার বাড়ি পর্যন্ত জনচলাচলের পথটি মজুমদার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মুসা বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এ রাস্তাটি দিয়ে হেনার বাড়িসহ আশপাশের আরো ১০ বাড়ির লোকজন ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী চলাচল করতো।
অভিযুক্ত মুসা জানান, এ পথটি আমাদের নিজস্ব জমির উপর দিয়ে গেছে এবং পাশেই আরেকটি পথ রয়েছে। আমি ব্যক্তিগত সম্পত্তি দিয়ে একই সাথে দুটি পথ ব্যবহার করতে দিবো না বিধায় বেড়া দিয়েছি।
এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সেরাজল হক গংয়ের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মুসা মজুমদাররা চলাচলের পথটি বন্ধ করে দেয়। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার করেও সুরাহা হয়নি। বাধা দেওয়া সত্তে¦ও মুসা তার লোকজন দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দিয়েছে। তিনি আরো জানান, কর্মসৃজন প্রকল্পের আওতায় ইতিপূর্বে এ রাস্তাটি মেরামত করা হয়েছিল।
চলাচলের পথের বেড়াটি সরিয়ে জনসাধারণের স্বার্থে উন্মুক্ত করে দেওয়ার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।