প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
মৌলভীবাজারে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ
শরীয়তপুরকে ৪৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা দল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ট্রায়াল-১ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শরীয়তপুর জেলা ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল।
১০ মার্চ রোববার মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট চ্যাম্পিয়নশীপের ম্যাচে অংশ নেয় শরীয়তপুর ও চাঁদপুর জেলা ক্রিকেট দল।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। দলটি ৪৯ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ২৬৮ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ আশরাফ ৯৩ ও তোফায়েল ৪০ রান করেন।
শরীয়তপুর জেলা ক্রিকেট দল ২৬৯ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৭ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ২২৫ রান করেন। চাঁদপুর ৪৩ রানে জয়লাভ করে গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চাঁদপুর জেলা দল : সাদ্দাম হোসেন, ফজলে রাব্বি, মাসুদ, তোফায়েল মাল, সাইফুদ্দিন বাবু, ফাহাদ, জিসান, শাকিল, ইয়াসিন, রাফি, মেহেদী, রিয়াদ, হীরা ঢালী, আশরাফ, তানভীর ও সাইমুন। দলের ট্রেইনার মোশারফ বাবু ও টিম ম্যানেজার এসএম মজিবুল হক (রাসেল)।