প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার সকাল ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগসহ অন্যরা ‘ঐতিহাসিক ৭ই মার্চ-২০২৪’ পালন করেছে।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার, পুলিশ সুপার-এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।