শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জের ইছাপুরায় আগুনে সর্বস্ব হারালো দুই পরিবার

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জের ইছাপুরায় আগুনে সর্বস্ব হারালো দুই পরিবার

‘এক আগুনে আমার দুই ছেলের সবকিছু শেষ হয়ে গেলো। এখন আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। কীভাবে আমাদের সংসার চলবে, কীভাবে আবার ঘর করবে কিছুই বুঝতে পারছি না। আল্লাহ কেনো এতো বড় শাস্তি দিলো আমাদের মতো গরিবদের’- এভাবে দুই হাত তুলে আর্তনাদ করতে গিয়ে এ কথা বলেন ৮৫ বছরের অশীতিপর বৃদ্ধ মিজানুর রহমান ও হারুনুর রশিদের মা মনজুমা খাতুন। তিনি জানান, বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে হঠাৎ করেই রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আমার দুই ছেলের দুটি বসতঘর ও দুটি রান্নাঘর পুড়ে যায়। আমরা শুধু প্রাণে বেঁচেছি, আর কিছুই রক্ষা করতে পারিনি। আমাদের এখন কী হবে? ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে আগুনে সর্বস্বান্ত হওয়া পরিবারের প্রবীণ সদস্য এভাবেই আর্তনাদ করেন।

গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে রান্নাঘর থেকে আগুন লেগে তার দুই ছেলের দুটি বসতঘরসহ আরো ৪টি ঘর পুড়ে গেছে। এতে সর্বস্বান্ত হয়ে গেছে মিজানুর রহমান ও তার ভাই হারুনুর রশিদের পরিবার। অগ্নিকাণ্ডে অন্তত ৫ লক্ষাধিক টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন। এদিকে আগুনের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।

ঘটনাস্থল পরিদর্শন করা সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খান বলেন, আগুনে দুটি পরিবার পথে বসেছে। আগুনের থাবা থেকে রক্ষা পায়নি তাদের কোনো কিছুই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়