শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০

ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নূরুল ইসলাম নাজিম দেওয়ান

অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার ॥
অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (৬ মার্চ) সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ শিশু শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে। তাই প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মানসম্মত পড়ালেখার মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। সেই সাথে শিক্ষার্থীদের মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা উচিত। কারণ অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষার্থীদের বৃহত্তর পরিসরে নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে।

তিনি আরো বলেন, মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চেষ্টায় চাঁদপুরের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় এই বিদ্যালয়ের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার জানা মতে, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজুল ইসলাম হাওলাদারসহ অন্যান্য সদস্যদের দক্ষ নেতৃত্বে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ও বিদ্যালয়ের উন্নয়ন অব্যাহত রয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফিরোজ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ ও শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ দুলাল সর্দার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কারী, কবি ও লেখক মাসুদুর রহমান দেওয়ান, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইউম ফারুকী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোরশেদুল আলম শাহীন, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার, সাবেক ছাত্রনেতা রবিউল আলম রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রবিন হাওলাদারসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়