প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মতলবে যুবকের লিঙ্গ কর্তনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মতলব দক্ষিণে আবু বকর নামে এক যুবকের লিঙ্গ কর্তন করে হত্যার চেষ্টার ঘটনায় এলাকাবাসী মানববন্ধন করেছে। গত ১৮ ফেব্রুয়ারি রোববার বহরী রবিউল্লা দিঘির পাড়ে এ মানববন্ধন পালিত হয়েছে।
এ সময় উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন গাজী ও আহতের স্বজনরা অবিলম্বে আবু বকরের হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
তারা জানান, আবু বকরের বোনের দেবর শাহজাহানের সাথে হাওলাতের টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় আবু জাফরকে বাড়িতে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে মোবাইল ফোনে ডেকে এনে পূর্ব পরিকল্পিতভাবে একই ইউনিয়নের বহরী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আবু বকর (৩৫) নামে এক যুবককে লিঙ্গ কর্তন করে হত্যার চেষ্টা করে আবু জাফরের বোনের দেবর শাহজাহান ও তার স্ত্রী শারমিন। বর্তমানে আহত আবু বকর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানায় ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে আহতের পরিবার হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন।