মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

সোমবার নয়, বৃহস্পতিবার থেকে দেশে সর্বাত্মক লকডাউন
মিজানুর রহমান ॥

করোনা ভাইরাসের তীব্র সংক্রমণ রোধে সরকারের ঘোষিত ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে প্রস্তুতি নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারির কথা থাকলেও সরকার লকডাউন শুরু দুইদিন পিছিয়ে দিয়েছে।

ফলে ২৮ জুন নয়, ১ জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। ২৬ জুন শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন হাতে পেলে তা বাস্তবায়নে পুরোপুরি মাঠে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)।

জেলা প্রশাসক বলেন, কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি পরিপত্র জারি করবে, সেটা পেলে সরকারের কী কী নির্দেশনা আছে সেটা দেখে আমরা কার্যক্রম নেবো।

তিনি বলেন, করোনা বিষয়ে জনগণকে আগে সচেতন হতে হবে। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, লকডাউনের সার্কুলার আমরা এখনো পাইনি। সেটা পেলে আমরা কার্যক্রম করব এবং সরকার যে ব্যবস্থা গ্রহণের কথা বলবে চাঁদপুরে আমরা সেগুলো বাস্তবায়ন করবো।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চাঁদপুর জেলা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে। সংক্রমণ বেড়ে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। এ ধরনের পরিস্থিতি যাতে না হয় জনগণকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া বিকল্প পথ খোলা নেই।

উল্লেখ্য, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশজুড়ে কঠোর লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। সরকার কঠোর লকডাউন বললেও এটি পরিচিতি পেয়েছে ‘শার্টডাউন’ হিসেবে। প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এক সপ্তাহের শাটডাউন ঘোষণার পর শুক্রবার রাতে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, এটা কঠোরভাবে যাতে সকলে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি আরোপ করা হবে। সেজন্যে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে।

এই সময়টায় সরকার কঠোর অবস্থানে থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কঠোর, খুবই কঠোর অবস্থানে আমরা থাকতে চাই। কারণ, করোনা সংক্রমণের এই চেইন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে।’

কঠোর লকডাউনের সময়টায় প্রয়োজন ছাড়া একজন মানুষও বাড়ির বাইরে আসতে পারবে না বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বলেন, ‘মানুষ অপ্রয়োজনে বাড়ির বাইরে আসবে না। অফিস আদালতগুলো বন্ধ থাকবে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়