রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দুুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। তিনি বলেন, তিনি সকাল থেকে যতোগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো শূন্যের কোটায়। অথচ ব্যালট বাক্স অর্ধেকের বেশি ভরা। আমার এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে বের করে দেয়া হয়েছে। উপজেলা সদরের এআর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার ও আমার গাড়ির ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রের ভেতরের চেয়ে বাইরে আওয়ামী লীগ ও আওয়ামী স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের উপস্থিতি ও তাদের আচরণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার কর্মী ও সমর্থকদের মারধর, গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। একের পর এক ককটেল বিস্ফোরণে মানুষ ছিলো আতঙ্কগ্রস্ত। আমি ইতিপূর্বে লিখিতভাবে আমার কেন্দ্রসহ ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে চিঠি দিলেও কর্তৃপক্ষ সেই অনুযায়ী কোনো ব্যবস্থা না নেয়ায় আজকে ভোটের এই চিত্র দাঁড়ায়।

তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের যে আশ্বাস দিয়েছিলেন, বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। আমার দলের প্রেসিডেন্ট জিএম কাদের ইতিমধ্যেই এই নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন বলেছেন। ফলে আমি এমন অনিয়ম, ভোটারশূন্য নির্বাচনে থাকতে পারি না। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করলাম। এদেশের ১ কোটি জনগণ ও বিশ্ববাসী এই নির্বাচন মেনে নিবে না।

প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে সংসাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বাবলু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়