শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

অভিমান ভুলে নৌকার প্রচারণায় শাহজাহান শিশির

মোহাম্মদ মহিউদ্দিন ॥
অভিমান ভুলে নৌকার প্রচারণায় শাহজাহান শিশির

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সাজ সাজ উৎসবমুখরভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চললেও কচুয়ায় ছিলো না এর তেমন আমেজ। আমেজ বিহীন কচ্ছপ গতিতে চলছিলো কচুয়ার নির্বাচনী প্রচার-প্রচারণা। এমনি মুহূর্তে মান-অভিমান ভুলে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের পক্ষে ৩০ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণা চালিয়ে নির্বাচনী মাঠ সরগরম করে তুলতে আদাজল খেয়ে নেমে পড়েছেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

গত সোমবার ১ জানুয়ারি বিকেলে শাহজাহান শিশিরের নেতৃত্বে কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে রহিমানগর এলাকায় শোডাউন ও পথসভা করা হয়। কচুয়ার সর্বস্তরের হাজার হাজার নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে শোডাউন ও পথসভায় যোগ দেন। দীর্ঘদিন পর রাজনৈতিক মাঠে শাহজাহান শিশিরকে কাছে পেয়ে নেতা-কর্মী ও শুভকাঙ্ক্ষীরা আবেগাপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় ‘শিশির ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, কচুয়ার মাটি শিশির ভাইয়ের ঘাঁটি, সেলিম ভাইয়ের মার্কা নৌকা নৌকা, শিশির ভাইয়ের মার্কা নৌকা নৌকা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন’ শ্লোগানে শ্লোগানে কচুয়ার দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র রহিমানগর বাজার মুখরিত হয়ে উঠে।

শোডাউনটি রহিমানগর উত্তর বাজার চৌরাস্তা মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক ও অলিগলিসহ সমগ্র বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে যেন নৌকার প্রচারণায় প্রাণ ফিরে পেল। নেতা-কর্মীদের মাঝে শোনা যাচ্ছিল--কচুয়ার রাজপথ কাঁপানো নেতা শাহজাহান শিশিরই সর্বেসর্বা। শাহজাহান শিশির রাজপথে নামার ফলে যেন নৌকার পালে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এতোদিন নির্বাচনী আমেজ লক্ষ্য করা না গেলেও আজকের শোডাউন ও পথসভায় নেতা-কর্মীদের উপস্থিতিই প্রমাণ করে নির্বাচনী আমেজ বইছে। পথসভায় শাহজাহান শিশির বলেন, জননেত্রী শেখ হাসিনা কচুয়া আসনে ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমরা আমাদের এই কচুয়াকে সুন্দর করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কচুয়ার নৌকার মাঝি ড. সেলিম মাহমুদকে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। ড. মহীউদ্দীন আলমগীরের উন্নয়নের ধারাবাহিকতা রেখে ড. সেলিম মাহমুদ কচুয়ার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।

পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিন উদ্দিন, সেলিম মিয়া, সহ-সভাপতি শাহজাহান প্রধান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার নবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০২০ সালের ২৪ জুলাই শাহজাহান শিশির জুয়েল সরকার নামের এক ব্যক্তির একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। এই ঘটনায় শাহজাহান শিশিরের বিরুদ্ধে ফেসবুকে মানহানিমূলক তথ্য প্রকাশের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩টি মামলা দায়ের হয়। গুঞ্জন রয়েছে ড. সেলিম মাহমুদ স্বপ্রণোদিত হয়ে শাহজাহান শিশিরের বিরুদ্ধে মামলাগুলো করান। ফলে ড. সেলিম মাহমুদ ও শাহজাহান শিশিরের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দেয়। শাহজাহান শিশির মামলাগুলো থেকে খালাস পেয়ে কচুয়ায় ফিরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনের সমর্থনে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার পর মোঃ গোলাম হোসেন আওয়ামী লীগের দলীয় নমিনেশন না পাওয়ায় বেশ ক’দিন চুপসে থাকেন তিনি। গত ৩০ ডিসেম্বর মান-অভিমান ভুলে জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক নৌকার সমর্থনে শাহজাহান শিশির ড. সেলিম মাহমুদের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়