প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব সাফুয়া এলাকার সাদেক ভ্যারাইটিজ স্টোর নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে গেছে। ১জানুয়ারি সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। দোকানঘরের মালিক মহিবুল ইসলাম রিয়াদ জানান, গত রাত সাড়ে ১১টার সময় দোকান বন্ধ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর বেপারী বাড়ির মৃত মাসুদের স্ত্রী দিলারা বেগমের ডাক-চিৎকারে এসে রাত তিনটার পর দেখি, আমার দোকানে আগুন জ্বলছে।
এ বিষয়ে জানতে চাইলে দিলারা বেগম জানান, রাত সোয়া তিনটা নাগাদ টিনের চালে খস খস শব্দে ও আলো দেখে ঘরের জানালা খুলে দেখি, রিয়াদের দোকানে আগুন জ্বলছে। এ সময় আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেয়।
দোকান মালিক জানান, আমার ১২ থেকে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিক বলতে পারি না। দোকানে বিদ্যুতের সংযোগ ছিলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে পারলাম। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।
ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল হাসান জানান, রাত চারটায় আমাদের কাছে কল আসলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই এবং ৪০ মিনিটের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।