প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে বেসিক একাডেমিতে বই বিতরণ
হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ মডেল সরকারি কলেজ সংলগ্ন হাজীগঞ্জ বেসিক একাডেমিতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। গতকাল সকাল দশটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় বই বিতরণ কার্যক্রম। বেসিক একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ বোরহান উদ্দিনের সভাপ্রধানে ও বেসিক একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেওয়ান আহমেদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি সান পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোসাঃ কামরুন নাহার কাকন এবং অভিভাবক সদস্য ফজলের রাব্বি। বই উৎসব উপ-কমিটির আহ্বায়ক আসমা আক্তার ও সদস্য নিগার সুলতানার সহযোগিতায় ইসলামিক গজল, ছড়া ও দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করা হয়। বই উৎসবে আগত কোমলমতি শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের খুব উচ্ছ্বসিত দেখা যায়।