রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাবুরহাট সপ্রাবিতে বই বিতরণ উৎসব

নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ সরকারের অন্যতম সাফল্য

--------------------জেলা প্রশাসক কামরুল হাসান

হাছান খান মিসু ॥
নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ সরকারের অন্যতম সাফল্য

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন বছরের নতুন বই বিতরণ এ সরকারের অন্যতম সাফল্য। পূর্বে এটির প্রচলন ছিল না। এজন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, নতুন বছরের প্রথমদিন নতুন বই আনন্দের মাত্রাকে অনেক বাড়িয়ে দেয়। বছরের প্রথমদিনে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই বিতরণ বিশ্বের অন্য কোনো দেশে প্রচলন নেই।

তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের অবদান আবশ্যক। এজন্যে জেলা প্রশাসক প্রত্যেক মাকে তাদের সন্তানের ক্ষেত্রে আরো যত্নবান ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান এবং স্মার্ট দেশ গড়ার জন্যে সকলকে আহ্বান করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিতে¦ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, বাবুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আবদুর রাজ্জাক সিদ্দিকী।

বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য গোলাম সারোয়ার রিপন, খোরশেদ আলম কমেট, মোঃ কাকন খান সহ অভিভাবকগণ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও গীতা পাঠ করেন অর্পিতা দেবনাথ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়