প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে পৌরসভায় নৌকা প্রতীকের কেন্দ্র কমিটি গঠনপূর্বক আলোচনা সভায় বক্তারা
দেশের এত উন্নয়ন শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মের ভোট নৌকার বিজয়ে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। দেশের এত উন্নয়ন শুধু নৌকায় ভোট দেয়ার কারণেই হয়েছে। নৌকা হচ্ছে শেখ হাসিনার মার্কা, নৌকার বিজয় নিশ্চিত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। ভার্চুয়াল মিটিংয়ে গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, নৌকার বাইরে যেসব দল আছে শুধুমাত্র তারাই স্বতন্ত্র নির্বাচন করবে। নৌকা প্রার্থী মুহম্মদ শফিকুর রহমানের কেন্দ্র কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় কথাগুলো বলেন অনুষ্ঠানের বক্তারা।
নূহ নবীর ঘটনা তুলে ধরে বক্তারা আরো বলন, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যে নৌকার ভূমিকা আছে। একজন সৎ ভদ্রলোক চাই আমরা, কোনো দুর্নীতিবাজ, মামলাবাজ, দখলদার ও ব্যাংক লুটকারীকে ভোট দেওয়া যাবে না। নৌকা উন্নয়নের মার্কা, সাংবাদিক শফিকুর রহমানের মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা, নৌকা বঙ্গবন্ধুর মার্কা। আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে নৌকা প্রতীকের নেতা-কর্মীরা। তারই অংশ হিসেবে ফরিদগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
২৯ ডিসেম্বর শুক্রবার রাতে চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনিরের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম (রোমান), আওয়ামী লীগ নেতা আমির আযম রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিএস তসলিম, সাবেক মেয়র ও ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি নাজমুন নাহার অনি, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, পৌরসভার সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান বেপারী, পৌর কৃষক লীগের সভাপতি এনায়েত উল্লা পাটোয়ারী, পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম সোহেল রানা, সাবেক যুবলীগ নেতা আরিফ হোসেন বেপারী, সাবেক ছাত্রনেতা মানিক মামুন, পৌর যুবলীগ নেতা আরিফ হোসেন পাটোয়ারী, কাউছার হামিদ ও হাবিবুর রহমান বেপারী, জেলা ছাত্রলীগ নেতা নূরে আলম পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা সাদ্দাম দেওয়ান, উপজেলা ছাত্রলীগ নেতা আল মামুন বেপারী, পৌর ছাত্রলীগ নেতা আজিজ বেপারী, নাবিল হোসেন, বিল্লাল হোসেন বেপারী, আকরাম হোসেন ও রাজু শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধাগণসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।