প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নির্বাচন বর্জনের দাবিতে ফরিদগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেছেন। ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডসহ ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কারাবন্দি এমএ হান্নানের মুক্তি দাবি করে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জিল হোসেন বলেন, একপক্ষীয় অবৈধ নির্বাচন আমরা মানি না। শুধু বিএনপি নয় বাংলাদেশের অন্য দলগুলোও নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আগামী ৭ তারিখ ভোট কেন্দ্রে না গিয়ে দেশের আপামর জনতাসহ আমরা প্রমাণ করবো দলীয় সরকারের অধীনে নির্বাচন কেউ মানে না।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক আমিন মিজি।
এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ কিবরিয়া, রাজু পাটোয়ারী, ফারুক খান, জহিরুল ইসলাম, শিবলু পাটোয়ারী, ছালে আহমেদ, মোঃ জাহাঙ্গীর, আজিম বেপারী, মোঃ ইউনুস, অপু পাটোয়ারী, জুম্মন পাঠান, পিংকু কাজী, মোঃ জিয়া প্রমুখ।