রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥
শাহরাস্তিতে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে ২৮ ডিসেম্বর শাহরাস্তি উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা-এর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই-এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স ফিউচার সুইটস, দোয়াভাঙ্গা, শাহরাস্তি, চাঁদপুর-এর বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮-এ অভিযোগ দাখিল করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপর অভিযানে বিএসটিআই-এর অনুমতি ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স বিসমিল্লাহ বেকারী, ওয়ারুক, শাহরাস্তি, চাঁদপুর-এর বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮-এ অভিযোগ দাখিল করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও অর্থ আদায় করা হয়।

শাহরাস্তি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই, কুমিল্লা অফিস কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়