রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

কোনো ছলচাতুরির নির্বাচন মেনে নিবো না

------বিএনএম মহাসচিব

প্রবীর চক্রবর্তী ॥
কোনো ছলচাতুরির নির্বাচন মেনে নিবো না

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর মহাসচিব ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (প্রতীক নোঙ্গর) বলেছেন, এদেশের মানুষের ভোটের অধিকারসহ সকল মৌলিক অধিকার রক্ষায় বিএনএম নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের প্রায় শতাধিক প্রার্থী বিএনএম তত্ত্বকথা এবং মানবাধিকার বিষয়ে ইতিমধ্যেই সারাদেশে মানুষের মধ্যে সাড়া ফেলতে সমর্থ হয়েছে। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতেই হবে। আমরা কোনো ধরনের ছলচাতুরির নির্বাচন মেনে নিবো না।

তিনি বলেন, খালি মাঠে গোল দেয়ার দিন শেষ, বিএনএমণ্ডএর বাংলাদেশ। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনএমকে নোঙ্গর মার্কায় ভোট দিয়ে সংসদে পৌঁছানোর সুযোগ দিন।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর, পূর্ব আলোনিয়া, সন্তোষপুর, আলীগঞ্জ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোয়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জবাসীর জন্যে অনেক কিছু করার প্রত্যাশা রয়েছে। আমি দীর্ঘদিন ধরেই ফরিদগঞ্জবাসীর জন্যে কাজ করছি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মানবাধিকার নিয়ে কাজ করেছি। এদেশের মানুষের জন্যে অনেক ক্ষেত্র রয়েছে। আশা করছি, সংসদে গেলে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনএম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ মমিন উল্লা, বিএনএম নেতা নূরুজ্জামান ফারুকী, মনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মাসুদ হোসেন, জাকির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়