প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট
কাল চট্টগ্রামের সাথে সেমি-ফাইনালে লড়বে চাঁদপুর জেলা দল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সারাদেশের বিভিন্ন ভেন্যুতে চলছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগে অংশ নেয়া দলগুলোর প্রথম রাউন্ডের খেলা কুমিল্লা, চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে ও চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চাঁদপুরের দলটি সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। কাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা দলের সাথে সেমিফাইনালে লড়বে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে। বৃহস্পতিবার চাঁদপুরের দলটি চট্টগ্রাম জেলা দলকে হারাতে পারলেই টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
কুমিল্লা স্টেডিয়াম অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলায় চাঁদপুরের দলটি লীগ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলা দলের সাথে জয়লাভ করে সেমি ফাইনালে উঠে। চাঁদপুরের দলটি লীগ পর্যায়ের খেলা দুটি দলের সাথেই জয়লাভ করে। দলটি বুধবার ভোরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : সিয়াম, সাজু, শাওন , ফাহিম, সাঞ্জিদ, শ্রাবণ, অন্তর, ইরফান, আরফান, তামিম, সাজিদ, খোরশেদ, নিরব, নিজন রিয়াদ। কোচ জয়নাল আবেদীন, সহকারী কোচ ইসমাইল হোসেন ও টিম ম্যানেজার সানি।