প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সাথে নৌকার প্রার্থী সেলিম মাহমুদের মতবিনিময়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কচুয়া উপজেলার মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের নৌকার প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। গতকাল শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন মিয়ার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়ার সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. সেলিম মাহমুদ। তিনি বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান ও শ্রদ্ধা করেন। তিনি আপনাদের জন্যে অনেক কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন। আওয়ামী লীগ হলো মুক্তিযোদ্ধাদের দল। আপনারা মহান মুুক্তিযুদ্ধে নিজেদের বিলিয়ে দিয়েছিলেন দেশের জন্যে। আপনাদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা। মুক্তিযোদ্ধাদের ছাড়া আওয়ামী লীগ বিচ্ছিন্ন। আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু, তিনি এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বাংলাদেশ বিচ্ছিন্ন। বাংলাদেশ থেকে তাঁর নাম মুছে ফেলা যাবে না, এ জাতি তা প্রমাণ করেছে। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। শেখ হাসিনার প্রতীক নৌকা। এই নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তিযোদ্ধাদের প্রতীক, রাষ্ট্রের প্রতীক। শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন--সেই আশা ও বিশ্বাস আছে আপনাদের প্রতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি মোঃ ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক ফারজানা নাছরিন রত্না প্রমুখ।
একইদিন ড. সেলিম মাহমুদ উপজেলার পৌর বাজার, রহিমানগর বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রদান অতিথি হিসেবে যোগ দেন।