প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের বিশিষ্ট আইনজীবী মরহুম অ্যাডঃ শাহ মুসলিমের বড় ছেলে চাঁদপুর কনফিডেন্স কম্পিউটার-এর স্বত্বাধিকারী ও চৌধুরী পাড়া কমিউনিটি পুলিশিং মহল্লা কমিটির সহ-সভাপতি এনায়েত করিম তসলিম হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌধুরী পাড়া মহল্লা কমিটির সভাপতি এমএ মান্নান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ মহল্লা কমিটির সকল সদস্য।
গতকাল ২৫ জুন শুক্রবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুর শহরের মিডল্যান্ড হাসপাতালে অসুস্থ অবস্থায় নেয়ার পর তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ভাই-বোন, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জুমা চাঁদপুর শহরের লেকেরপাড়স্থ চিশতিয়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর পৌর কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।
শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কমিউনিটি পুলিশিং চৌধুরী পাড়া মহল্লা কমিটির সকল সদস্য।