প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেছেন, করোনাকালে শিক্ষার্থী যখন ঘরবন্দি, অনেকেই মুঠোফোনে গেমস্-কার্টুনসহ বিভিন্ন বিষয়ে অভ্যস্ত হয়ে পড়ছিলো। সেই সময় ফরিদগঞ্জ থেকে প্রকাশিত ‘আলোকিত ফরিদগঞ্জ’ পত্রিকাটি মুজিববর্ষ ও পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে কিছুটা হলেও শিক্ষার্থীদের এসব বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করেছে। প্রতিযোগিতাটি আরো আগে সম্পন্ন হলেও করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া সম্ভব হয়নি। তাই স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজনের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, করোনা আমাদের তথা সারাবিশ্ব থেকে এতো সহজে ছেড়ে যাবে না। তাই আমাদেরকে বাস্তবতাকে মেনে নিয়েই চলতে হবে। ফলে সর্বদা স্বাস্থবিধি মানা অপরিহার্য। যেখানেই যাই মাস্ক ছাড়া বের হওয়া চলবে না। সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
তিনি বলেন, একটি পত্রিকা শুধু সংবাদ প্রকাশ করেই তার দায়িত্ব শেষ করে না, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে পত্রিকা সমাজ সংস্কারে কাজ করে। সেদিক থেকেই আলোকিত ফরিদগঞ্জ ফরিদগঞ্জবাসীর জন্যে কাজ করছে। এটি আমাদের জন্যে ভালো দিক। আশা করছি অন্যান্য পত্রিকা ও সামাজিক সংগঠনগুলোও এভাবে এগিয়ে আসবে। যাতে আমাদের প্রতিভাবানরা নিজেদের ফুটিয়ে তুলতে একটি ভালো মঞ্চ পায়।
গত বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি ফরিদ আহমেদ রিপনের সভাপ্রধানে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরুন্নবী নোমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সংগঠক ও রাজনীতিবিদ হাজী কামরুল হাসান সাউদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিতেশ চন্দ্র শর্মা। আলোচনা শেষে ২২টি বিভাগে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।