বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

আদালতে বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের হাজিরা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর চান্দ্রা হরিণা সড়ক এলাকায় ২০১৫ সালে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের শুনানি হয়েছে।

গতকাল সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হকের আদালতে এ শুনানি হয়। চার্জ গঠনের আদেশ পরে দেয়া হবে বলে আসামী পক্ষের আইনজীবীদের জানিয়েছে আদালত।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ১নং এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমকে ২নং আসামি করে বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ এ মামলাটি দায়ের করে।

আসামীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডঃ সামছুল ইসলাম মন্টুসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

আসামীদের পক্ষের আইনজীবীরা বলেন, সব আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি করে অভিযোগ গঠনের আদেশ পরে জানাবেন বলে জানিয়েছে। তারা জানান, আসামীরা সবাই জামিনে রয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের ভাষ্য, গত ১৮-৩-২০১৫ খ্রিঃ তারিখ রাত ১২টার এক ঘটনা। চট্টগ্রাম থেকে একটি ট্রাক খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। চান্দ্রা বাজারের কাছে কে বা কারা তাতে আগুন ধরিয়ে দেয়। তখন শেখ ফরিদ আহমেদ মানিক ঢাকায় অবস্থান করছিলেন। আমি এবং অপরাপর আসামীগণ নিজ নিজ বাড়িতে গভীর ঘুমে। সেই ঘটনা আওয়ামী লীগের তৈরি করা ঘটনা। আমাদেরকে মিথ্যা মামলায় আসামি করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করেছে। ওই ঘটনায় আসামিদের কোনো সংশ্লিষ্টতা নেই। তৎকালীন আন্দোলন সংগ্রামকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তারাই এই ঘটনা ঘটিয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার সময় শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমসহ মামলার আসামি নেতা-কর্মীরা আদালতে উপস্থিত হন।

এ সময় জেলা বিএনপি সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়