বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥

‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ অক্টোবর রোববার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘ, চাঁদপুর জেলা শাখা এবং স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের যৌথ আয়োজনে চাঁদপুর জেলায় যথাযোগ্য মর্যাদায় ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ এম জি ফারুক ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।

হাফেজ খলিলুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুরের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান। প্রবীণ হিতৈষী সংঘ চাঁদপুর জেলা শাখার প্রাক্তন সভাপতি আবুল বাসার, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি পিএম বিল্লাল প্রমুখ আলোচনায় অংশ নেন।

প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ১২ জনকে ৬ লাখ টাকা ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করেন।

দিবসটি উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে প্রবীণদের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়