বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় সর্ববৃহৎ দশম জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন
ফরহাদ চৌধুরী ॥

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলার নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠ থেকে ৩০ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে একটি বিশাল র‌্যালি বের হয়ে নলুয়া, সাহেদাপুর, দৌলতপুর, মনোহরপুর ও কচুয়া উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বালুর মাঠে এসে প্রথম অধিবেশনের সমাপ্তিতে মিলিত হয়। এই র‌্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের খতিব, শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবিদসহ সর্বস্তরের হাজার হাজার নবী (সাঃ) প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে বাদ আসর ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব আব্দুল মতিন (সাবেক ইন্সট্রাক্টর পি.টি.আই, আলীগঞ্জ)-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি গিয়াসউদ্দিন আত্ব তাহেরী সাহেব (পীর সাহেব, ফয়েজীয়া দরবার শরীফ, ব্রাহ্মণবাড়িয়া)। শুভ উদ্বোধক ছিলেন অধ্যক্ষ মুফতি নুরুল আলম মজুমদার, নলুয়া। বিশেষ আকর্ষণ হিসেবে আরো উপস্থিত ছিলেন দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী ও শায়েরগণ।

এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি নলুয়া বাজার শাখার নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়