বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ৪ জন রক্তাক্ত জখম
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতে ৪ কিশোর রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে চাঁদপুর শহরের ব্যাংক কলোনী এলাকার আমেনার মাঠ সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন গুয়াখোলা এলাকার কাদের ফরাজির পুত্র কাউছার (২০), ব্যাংক কলোনী এলাকার বারেক মাতাব্বরের পুত্র মেহেদী হাসান (১৭), চেয়ারম্যান ঘাট এলাকার বাদশা বেপারীর পুত্র তোহা (১৭) ও সোহেল মিয়ার পুত্র নাফিস (১৬)। এদের মধ্যে ছুরিকাঘাতে কাউছারের বাম হাতের নিচ থেকে বুকের পাঁজরের পাশে ওপর থেকে নিচে কোমর পর্যন্ত ৩৪ টি সেলাই দেয়া হয়েছে। ৪ জনের মধ্যে তার অবস্থা খুবই গুরতর।

জানা যায়, পূর্ব থেকেই তাদের দুই কিশোর গ্রুপের মাঝে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো।

হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোররা জানান, শনিবার দুপুরে তারা ব্যাংক কলোনীস্থ আমেনার মাঠ নামক স্থানে বসেছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ ষোলঘর ও চেয়ারম্যান ঘাট এলাকার হিরন চৌধুরীর পুত্র মাসুম, ভোলা সুমন, আবাল শাওন, মুলা শাওন, তুহিন, আরিফ, আলফি, ফাহিম, শাকিব, শুভ ও সিয়ামসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন মিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কাউছারের শরীরের পেটে ও পিঠে ছুরিকাঘাত করে মারাক্তকভাবে জখম করা হয়। বাকিদেরকেও ছুরিকাঘাত এবং মারধর করে গুরুতর আহত করা হয়।

ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

এ বিষয়ে ভোলা সুমনের মা জানান, শনিবার দুপুরে আহত ৪ জন কিশোর তাদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেন এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়