বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

তথ্য জানার অধিকার কোনো মৌখিক অধিকার নয়, এটি একটি সাংবিধানিক অধিকার
সংবাদ বিজ্ঞপ্তি ॥

‘অনলাইন তথ্যপ্রবাহে সকল নাগরিকের সমঅধিকার চাই’ স্লোগানে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অংশগ্রহণে গতকাল ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস’ ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ইউনেস্কো দিবসটির মূল প্রতিপাদ্য ঠিক করেছে ‘তথ্যের অবাধ প্রবাহে অনলাইন স্পেসের গুরুত্ব’।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, তথ্য জানার অধিকার কোনো মৌখিক অধিকার নয়, এটি একটি সাংবিধানিক অধিকার। সাংবিধানিক স্বীকৃতি বাস্তবায়ন করার জন্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তথ্য অধিকার আইনে সাধারণ নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা আছে। প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে প্রয়োজনীয় তথ্য দেয়া আছে। আপনারা প্রয়োজন হলে ওয়েবপোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যসংগ্রহ করতে পারেন। তবে অনেক প্রতিষ্ঠানের ওয়েবপোর্টাল হালনাগাদ নেই। টিআইবি ওয়েবপোর্টাল নিয়ে কাজ করছে। আজও একটি রিপোর্ট দিয়েছে। তবে আমি আশা করছি, আপনারা ওয়েবপোর্টালের তথ্যগুলো হালনাগাদ করে নেবেন।

তিনি বলেন, একটি অর্থবছরে প্রতিষ্ঠানগুলো কী কাজ করবে তা ওয়েবপোর্টালে হালনাগাদ করা আছে। তবে সাধারণ জনগণকে তথ্যপ্রাপ্তির অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে জানা খুবই প্রয়োজন। কারণ এরাই আগামীর ভবিষ্যৎ। ওয়েবপোর্টাল স্টাডি নিয়ে টিআইবি-সনাক যে পরামর্শগুলো দেয় সেই পরামর্শ মোতাবেক সবাইকে নির্দেশনা দিয়ে থাকি।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, আমাদের তথ্যের কোনো ঘাটতি নেই। তথ্যে ভরপুর সোশ্যাল মিডিয়া। যেখানে সত্য-মিথ্যা সবই থাকে। আমরা একটা তথ্যের মহামারির মধ্যে আছি। সোশ্যাল মিডিয়ায় তথ্যের এই মহামারি রোধ করতে না পারলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। তাই আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে আরো বেশি সতর্ক হতে হবে। তথ্যের মহামারি রোধ করার জন্যে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠান করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে এবং দুর্নীতি প্রতিরোধে এই আইনটি অণুঘটক হিসেবে কাজ করে। টিআইবির সার্বিক সহযোগিতা ও পরামর্শমতে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে। তথ্য অধিকার আইনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যে সনাক-চাঁদপুর কাজ করে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের উপর টিআইবির দাবিসমূহ উপস্থাপন করেন। দাবিগুলো হলো : সরকারি ও বেসরকারি সকল ওয়েবসাইট যেনো হালানাগাদ, সুবিন্যস্ত, আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ হয় তা নিশ্চিত করতে হবে, তথ্য প্রকাশ ও তথ্যে অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল টুলসের ব্যবহারের উপযোগী অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে, গ্রামপর্যায়ে সুবিধাবঞ্চিত সকল জনগোষ্ঠীসহ সাধারণ নাগরিকের অভিগম্যতা বৃদ্ধির জন্যে সুনির্দিষ্ট স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, ডিজিটাল ডিভাইস প্রতিহত করে সকল নাগরিকের জন্যে সমান ডিজিটাল অধিকার নিশ্চিত করতে হবে, তথ্য অধিকার আইন ২০০৯-এর পরিপন্থি বিদ্যমান আইনসমূহ সংস্কার ও প্রযোজ্য ক্ষেত্রে বাতিল করতে হবে, নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থি বা আইনটির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন কোনো ধারা যাতে সংযোজিত না হয় তা নিশ্চিত করতে হবে, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তির জন্যে আবেদনকারীর তথ্যপ্রাপ্তি ও নিরাপত্তাসহ আইনি সুরক্ষা নিশ্চিত করার বিধান করতে হবে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান ও তথ্য প্রদানে প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জনে বিভিন্ন কারিগরি ও অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করতে হবে। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রদানে আগ্রহ সৃষ্টির আরো কার্যকর প্রণোদনামূলক উদ্যোগ নিতে হবে, তথ্য অধিকার আইনের অধিকতর বাস্তবায়ন ও পর্যবেক্ষণমূলক কার্যক্রমে সুশীল সমাজ, জনগণ ও গণমাধ্যমের কার্যকর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে, প্রাতিষ্ঠানিক স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচারের কার্যকারিতা বৃদ্ধিতে তথ্য কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে, তথ্য প্রকাশ ও প্রচারে প্রতিষ্ঠানসমূহের দক্ষতা ও সঙ্গতি পর্যবেক্ষণের জন্যে তথ্য কমিশনের তদারকি বাড়াতে হবে, বেসরকারি সংস্থা ও সাধারণ জনগণের সঙ্গে তথ্য কমিশনের সহযোগিতা ও অংশীদারিত্বমূলক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। সর্বোপরি তথ্য অধিকার নিশ্চিতে গণমাধ্যমকে অধিকতর কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ, সুশীল সমাজ, তথ্য কমিশন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যকর সমন্বিত উদ্যোগ নিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদণ্ডএর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়