প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন। ২৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান এ সংক্রান্ত সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ প্রদান করেন। এই নিয়ে ড. মোঃ মাসুদ হোসেন ৪র্থ বারের মতো এ সম্মান অর্জন করেছেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে এ সম্মান অর্জন করেছেন। ড. মাসুদ পাইকপাড়া ইউনিয়নের গোবিন্ধ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি 'Analysis of Regional Disparity of Poverty in Bangladesh ' অভিসন্দর্ভের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়াও ড. মাসুদ তার কাজের স্বীকৃতি হিসেবে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে ২০২১ সালে এপিএ পুরস্কার এবং ২০২২ সালে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।