প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে। টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দর্জির আয়োজনে মাদকমুক্ত সমাজ ও নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার মনোভাব গড়ে তুলতে এ আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী ওয়ারুক উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ সেপ্টেম্বর ১৯ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে মাসব্যাপী এ আয়োজনের যাত্রা শুরু করেন। শত শত দর্শকের উপস্থিতিতে মাঠের চারপাশ পরিপূর্ণ হয়ে অনেকেই বহুতল ভবনে ছাদে বসে উদ্বোধনী খেলা উপভোগ করেন। উক্ত খেলায় রাড়া মেগাসিটি ও হোসেনপুর একাদশ একে অপরের মুখোমুখি হয়। বাদ্যযন্ত্রের তালে তালে প্রাণবন্ত হয়ে ওঠে চারদিকের পরিবেশ। অনেকদিন পর এ ধরনের আয়োজন দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মাঠে আসা দর্শক।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন, সোনালী ব্যাংকের সাবেক জিএম কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইঞ্জিনিয়ার মুকবুল হোসাইন, ইছাপুরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম, মোঃ ইয়ামিন, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, ওয়ারুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ওয়ারুক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান ভূঁইয়া, টামটা উত্তর ইউনিয়ন বিট পুলিশিংয়ের সভাপতি শামসুজ্জামান মাসুক, ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, শাহরাস্তি উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কামাল হোসেন, শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের সভাপতি মাসুদ আলম, রাড়া মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা,
রাড়া মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন ফিরোজ আলম, আলমগীর হোসেন মিন্টু, মাহবুব আলম ভূঁইয়া ও শাহাদাত হোসেন হৃদয়। আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রউফ দর্জি
টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতায় রয়েছেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি।