প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০
গতকাল চাঁদপুর পৌরসভার বাজেট পেশ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নান্দনিক চাঁদপুর গড়ে তোলার ক্ষেত্রে উত্তর দিতে গিয়ে মেয়র বলেন, বর্তমান পৌর পরিষদের মেয়াদ ২ বছর ৮ মাস। বাকি মেয়াদেই আমার নির্বাচনী ওয়াদা পূর্ণ করতে সক্ষম হবো।
ইজিবাইকের দৌরাত্ম্য ও যানজট নিয়ে কথা বলতে গিয়ে মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, নতুন করে একটি ইজিবাইকের লাইসেন্সও আমি দেইনি, আমার দায়িত্ব গ্রহণের পূর্বের পৌর পরিষদ ২৮০০ ইজিবাইকের লাইসেন্স প্রদান করে। আমি এসে সেই সংখ্যা থেকে ১৭৩টির লাইসেন্স বাতিল করেছি। তিনি আরো বলেন, পৌরবাসীর কাছ থেকে হোল্ডিং বাবদ যা ট্যাক্স আদায় করা হয়, তার চেয়ে অনেক বেশি আদায় করা হয় ইজিবাইকের লাইসেন্স বাবদ।