প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে যুগান্তর চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকিরের আয়োজনে জোহরের নামাজ শেষে চাঁদপুর শহরের শপথ চত্বরে রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমাদ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন। পরে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।