মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০

এরশাদের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী
স্টাফ রিপোর্টার ॥

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় চাঁদপুর শহরের ষোলঘরস্থ পালকি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা। এরপর একই স্থানে মিলাদ ও দোয়া। উক্ত কর্মসূচি সফল করার জন্যে জেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ চাঁদপুরবাসীকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ।

উল্লেখ্য, ২০১৯ সালের এই দিনে ঢাকাস্থ সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়