মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জের বালিথুবায় ভাঙ্গা ব্রীজে লাখো মানুষের নিত্য দুর্ভোগ
এমরান হোসেন লিটন ॥

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের বালিথুবা বাজার হতে সরখাল অভিমুখী রাস্তার ব্রীজের মাঝখান ভেঙ্গে যাওয়ায় কমপক্ষে ৩/৪টি ইউনিয়নের প্রায় লাখো মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রীজটি সংস্কারের আশ্বাস দিয়ে থাকলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। দীর্ঘদিন ধরে ভেঙ্গে আছে ব্যস্ততম এই সড়কের বিশাল ব্রীজের মাঝখানটা।

প্রায় ২০ বছর আগে নির্মিত ব্রীজের মাঝখানটা ভেঙ্গে দেবে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে যাতায়াত করা জেলা সদর, হাট-বাজারের পথচারী ও শিক্ষার্থীসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের। যাতায়াতের বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই এই ভাঙ্গা ব্রীজ ব্যবহার করতে হচ্ছে তাদের।

এক সময় অটোবাইক, সিএনজি অটোরিকশা ও ভটভটিসহ ছোটখাটো যানবাহন চলাচল করতো। বর্তমানে ব্রীজটির ভাঙ্গার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকায় উপজেলার ২নং বালিথুবা ইউনিয়ন, ৭নং পাইকপাড়া, ৮নং পাইকপাড়া, ৪নং সুবিদপুরসহ কয়েকটি ইউনিয়নের লাখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী লোকজন নিজ উদ্যোগে ভাঙ্গা সেতুটির ওপর কাঠ ব্যবহার করে যাওয়া-আসা করলেও বর্তমানে ভাঙ্গন বৃদ্ধি পেয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছেন। তাই ভাঙ্গা এই ব্রীজটি যেকোনো মুহর্তে ভেঙ্গে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে সাধারণ পথচারী বা স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে ৩/৪ টি ইউনিয়নের বাসিন্দা ও বাজারের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া এবং চাঁদপুর সদর ও হাজীগঞ্জ থেকে বিভিন্ন বাজারের দোকান মালিকরা পণ্য কিনে পরিবহনের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অত্র অঞ্চলের পাটোয়ারী বাজার, বালিথুবা বাজার, শাহীবাজার, চৌরঙ্গী বাজার, কড়ৈতলী বাজার, শোল্লা বাজার সহ কয়েকটি বাজারের অসংখ্য দোকান মালিক জানান, এই ব্রীজটি ৩/৪টি ইউনিয়নের মানুষের যাতায়াতের মাধ্যম। ব্রীজের মাঝখানটা দেবে গেছে। প্রয়োজনীয় মালামাল আনা-নেয়া কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত ব্রীজটির স্থলে নতুন ব্রীজ নয়তো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ব্রীজটির বেহাল অবস্থা। এই ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। ভাঙ্গা ব্রীজে মানুষ খুব কষ্ট করে চলাচল করছে। ব্রীজটি পুনঃনির্মাণ নয়তো সংস্কার করা এখন সময়ের দাবি।

২নং বালিথুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ বলেন, বালিথুবার এই ব্রীজটি এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিপণ্য আনা নেওয়া ও হাট-বাজারের মালামাল আনা নেয়ার ক্ষেত্রে ভাঙ্গা ব্রীজটি চরম দুর্ভোগের কারণ। আমরা কর্তৃপক্ষকে ব্রীজের বেহাল দশা নিয়ে লিখিতভাবে জানিয়েছি। উপজেলার মাসিক মিটিংয়ে উপস্থাপন করেছি। আশা করি খুব শীঘ্রই ব্রীজটি সংস্কার করা হবে এবং আগামী এক মাসের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন হবে বলে উপজেলা ইঞ্জিনিয়ার আমাকে অবগত করেছেন। আমাদের বিশ্বাস, ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করলেই যোগাযোগে স্বস্তি ফিরে আসার পাশাপাশি দুর্ভোগ লাঘব হবে এ অঞ্চলের লাখো মানুষের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়