প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুরে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা ও জাতীয় পর্যায়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বেলা বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ রেজ্জাক সিদ্দিকী, আইসিটি প্রোগ্রামার হারুনুর রশিদ প্রমুখ।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনকে উপজীব্য করে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে তিনটি গ্রপে ভিডিও চিত্র তৈরি করার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্কুল-কলেজ ও তদূর্ধ্ব পর্যায়ের তিনটি গ্রুপে প্রতিযোগিতা উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসাররা প্রতিযোগিতার ১৩ দফা নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দিয়েছেন। তিনি বিষয়টির ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। সভায় জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, দপ্তর প্রধানরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।