প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০
চলমান ইলিশ মৌসুমে চাঁদপুরের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। অপর দিকে সাগর ও অন্যান্য নদীর ইলিশ ঘাটে তেমন একটা না আসায় মৎস্য আড়তদার চিন্তিত। ঘাটে গিয়ে জানা যায়, এক কেজির নিচে ইলিশের কেজি দুই হাজার থেকে বাইশ শ’ টাকা।
সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে যদি ইলিশ ধরা পড়ে সেই আশায় প্রহর গুণছে চাঁদপুরের ইলিশ আড়তদাররা। বর্তমানে মাছঘাটের আড়তগুলো প্রায় ইলিশ শূন্য। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।