মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০

শহীদ রেহানবাগবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন মেয়র জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ শহীদ রেহানবাগবাসীর (সাবেক সিংহপাড়া) দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। পৌর নির্বাচনের সময় এলাকাবাসীকে দেয়া কথা রেখেছেন তিনি। প্রায় দুই যুগেরও বেশি সময়ের জলাবদ্ধতার সমস্যা দূর হচ্ছে। প্রায় সাড়ে ১৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৪শ’ ফুট ড্রেন নির্মাণ করা হচ্ছে। এতে এলাকাবাসী পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।

পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল গতকাল সোমবার বিকেলে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে যান এবং কাজের তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ এলাকাবাসী।

শহীদ রেহানবাগ (সাবেক সিংহপাড়া) এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, ড্রেন না থাকায় আমাদের এলাকার জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিন ছিলো। পৌরসভার মেয়র মহোদয়ের উদ্যোগে ড্রেনের ব্যবস্থা হচ্ছে। একই সাথে রাস্তাও প্রশস্ত করা হয়েছে। কাজের মানও ভালো হয়েছে। আমরা তথা শহীদ রেহানবাগ এলাকার মানুষ অনেক খুশি।

কাজের ঠিকাদার শহীদ রেহানবাগ এলাকার মজিবুর রহমান ও ফারুক খান জানান, শহীদ রেহানবাগ এলাকার দীর্ঘদিনের সমস্যা ছিলো জলাবদ্ধতা। ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যেতো। আমাদের স্বপ্নের ড্রেন তৈরি করে দিয়ে নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তাঁর কাছে আমরা চির কৃতজ্ঞ। মেয়র অন্য কোনো ঠিকাদারকে কাজ দেননি, তিনি এলাকার কাজ এলাকার মানুষকে দিয়েছেন। যাতে কাজের মান ঠিক থাকে, এলাকার কাজ এলাকার মানুষ যাতে বুঝে নিতে পারে।

মেয়র জিল্লুর রহমান বলেন, শহীদ রেহানবাগ এলাকা সাবেক সিংহপাড়া এ পৌরসভার সবচেয়ে পুরানো এলাকা। প্রথম থেকেই এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত। এখানে একটি ড্রেন ও রাস্তার প্রয়োজন ছিলো। অনেক বছর এ এলাকায় পৌরসভার কোনো উন্নয়ন কাজ হয়নি। আমার নির্বাচনের সময় যখন আমি ভোট চাইতে আসি তখন স্থানীয়দের একটাই দাবি ছিলো একটি ড্রেন করে দেয়া। আমি তখন ওয়াদা করেছিলাম, আজকে তা বাস্তবায়ন করতে যাচ্ছি। এটি আমি আমার দায়িত্বের জায়গা থেকে করেছি।

তিনি আরো বলেন, এখানে পুরো ড্রেনটি মজবুত করে করা হচ্ছে। ড্রেনটি পাথর দিয়ে আরসিসি ঢালাই করে তৈরি করা হচ্ছে। ড্রেনটি হয়ে গেলে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা আর থাকবে না। রাস্তাও অনেক প্রশস্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়