প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনকে গতিশীল করার প্রক্রিয়া হিসেবে পৌর যুবলীগের নেতৃত্বে বিভিন্ন আয়োজনকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন, দলের মূলশক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। আর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা হলো এই ওয়ার্ড পর্যায়ের নেতা। এরাই দলের প্রকৃত নেতা-কর্মী। তিনি আগামী দিনগুলোতে বিএনপি-জামাত জোট আন্দোলনের নামে দেশকে আবারও অস্থিতশীল করতে মাঠে নেমেছে, তা আমাদের ঠেকাতে হবে। আমরা যেন আবার ক্ষমতায় আসতে পারি সেজন্যে আমাদের সরকারের করা নানা উন্নয়নগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি আরো বলেন, নির্বাচনে কোন্ দল আসলো না আসলো, সেদিকে না তাকিয়ে সংবিধানের আলোকে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫টি বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশের উন্নয়ন হয়েছে। সকল উন্নয়নে কাজের কথা আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা আগামী দিনে আরো সমৃদ্ধ ও উন্নত হবো। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি গতকাল শনিবার বিকেলে চাঁদপুর শহরের পুরাণবাজারে বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে পৌর যুবলীগের ১ ও ২নং ওয়ার্ড শাখার কর্মী সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
চাঁদপুর পৌর যুবলীগের সদস্য মোঃ শামীম গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল এবং প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর মোঃ মালেক শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারীসহ স্থানীয় যুবলীগ এবং অন্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।