মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০

৯ মাসের কারাদণ্ড এক মাদক ব্যবসায়ীর
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য শ্রীরামদী মেয়র সড়কের চিহ্নিত মাদক কারবারি কালুকে (৪০) দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। অতঃপর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় ৯ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের (ডিএনসি চাঁদপুর) ফেসবুক পেইজে দেয়া তথ্যে জানানো হয়,

৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ড চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে সদর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম নিয়ে চাঁদপুর সদর মডেল থানাধীন ট্রাকঘাটস্থ বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১ মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ কালু মাঝি (৪০) (পিতা- মৃত সেরু মাঝি, সাং- মধ্যম শ্রীরামদী, পুরাণবাজার কবরস্থান রোড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর)কে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে এলাকা সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ব্যক্তি পুরাণবাজার বউবাজার সংলগ্ন (ওসমানিয়া মাদ্রাসার পেছন) এলাকার একজন চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। ‘সে ভালো হয়ে গেছে, এখন আর গাঁজা বিক্রি করে না’ এলাকায় এমন কথা বলে গাঁজা বিক্রির নতুন কৌশল রপ্ত করে বেড়াচ্ছিল। একেক সময় একেক রূপ ধারণ করে সে। কখনো অটোচালক আবার কখনো নতুন রাস্তায় কাঁচামাল বিক্রেতা। কিন্তু এবার প্রমাণ হলো এসবের আড়ালে কালু তার গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে বলে বেড়ায়, এখন সে আর এসবের মধ্যে নেই। কাজ করে ভাত খায়। অথচ সেই চিহ্নিত মাদক কারবারী কালু অবশেষে ২ কেজি গাঁজার প্যাকেট নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে।

পুরাণবাজারে আরও বেশ ক’জন গাঁজা ও ইয়াবার চিহ্নিত মাদক কারবারি রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধেও তৎপরতা অব্যাহত রাখা দরকার বলে মনে করেন এলাকার সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়