প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের কলার হ্যান্ডওভার অনুষ্ঠান গতকাল বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ২০২২-২৩ বর্ষের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানম তাঁর বক্তব্যের পর ২০২৩-২৪ বর্ষের সভাপতি মিতু আক্তারকে কলার পরিয়ে এবং ২০২২-২৩ বর্ষের সেক্রেটারী ডালিয়া খানম প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩-২৪ বর্ষের সেক্রেটারী মোসাঃ আফরোজা পারভীনের হাতে তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ট্রেজারার নাসরিন হোসাইন নওশীন এবং গীতা পাঠ করেন নূতন সদস্য প্রীতি রাণী সাহা। ইনার হুইল প্রত্যয় পাঠ করেন মোসাঃ আফরোজা পারভীন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন প্রত্ন পীযূষ বড়ুয়া ও প্রখর পীযূষ বড়ুয়া। অনুষ্ঠানে ক্লাবের অনারারী মেম্বার স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।