প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
আলোচনা সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহআলম শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আকবর হোসেন মনির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী।
সভাপতির বক্তব্যে আবুল খায়ের পাটওয়ারী বলেন, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ জন্ম থেকে প্রতিটি মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে এদেশের মানুষের জন্যে কাজ করেছে। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু এবং এরপর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দলীয় প্রধান হয়ে দেশের সেবা করছেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দলের জন্যে কাজ করতে হবে। কারণ নৌকার বিজয় মানে আমাদের বিজয়। আপনারা দেখছেন ইতিমধ্যেই বিএনপি-জামাত জোট তাদের আস্ফালন শুরু করেছে। আজকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে আমাদের জাতির পিতার সোনার বাংলা ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নেতা-কর্মীদের ঐক্যের শপথ নিতে হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, আমি কখনোই ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করিনি। দলের ক্রান্তিলগ্নে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে রাজনীতিবিদদের সিদ্ধান্তের কারণে উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছি। এরপর থেকে সর্বদা উপজেলা আওয়ামী লীগের এবং দলের সকল স্তরের নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই। যদি না দলের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা মীরাজাফররা দলের ক্ষতি করে। তাই আসুন এদের চিহ্নিত করার সাথে সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো বাংলার প্রধানমন্ত্রী করতে আমরা এক ও ঐক্যবদ্ধ হই।
এ সময় জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মিলন, পৌর আওয়ামী লীগ নেতা রসু মিয়া, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম আহ্বায়ক এসএম সোহেল রানা, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির হোসেন মিজি, সহ-সভাপতি আহসান হাবিব নেভী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজীব মুজমদার, রবিউল হোসেনসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।