বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০

মায়ের কথা রক্ষা করতে হেলিকপ্টারে আমেরিকা প্রবাসীর বাড়িতে আগমন
এমরান হোসেন লিটন ॥

স্ত্রী ও সন্তানদের নিয়ে সপরিবারে নিজ বাড়িতে হেলিকাপ্টারযোগে ফিরলেন আমেরিকা প্রবাসী ফারুক ও রাহুল। শুক্রবার ২২ জুন আমেরিকা থেকে ঢাকায় বিমানযোগে অবতরণের পর বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে ফরিদগঞ্জের ফারুক ও রাহুল নিজ বাড়িতে একটি হেলিকপ্টারযোগে পৌঁছেন। এ সময় এলাকাবাসী, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে তাদেরকে গণসংবর্ধনা দেয়া হয়।

আমেরিকা প্রবাসী ফারুক ও রাহুল ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামের মরহুম আব্দুল রশিদ মিয়ার সুযোগ্য সন্তান। তাদের ৮ ভাইয়ের মধ্যে ৭ ভাই আমেরিকা প্রবাসী। তাদের এক ভাই আলমগীর মিয়া এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

ফারুক ও রাহুল বলেন, অনেক আগেই আমরা ৭ ভাই আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে ওই দেশের নাগরিকত্ব লাভ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নাড়ির টানে দেশে মাঝে মাঝে ফিরে আসি। তারই অংশ হিসেবে মায়ের কথা রক্ষা করতে গিয়ে হেলিকপ্টারযোগে বাড়ির সামনের কড়ৈতলী উদয়ন যুব সংঘের মাঠে এসে নামি। তারা জানান, তাদের মা ময়ফুলের নেছা অনেক আগে থেকেই বলে আসছেন বিমানযোগে বাড়িতে আসার জন্যে। সেই কথা রক্ষা করতে গিয়ে এবার হেলিকপ্টার নিয়ে বাড়িতে আসেন। তারা বলেন, এলাকাবাসী আমাদেরকে এতো ভালবাসে দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি। এলাকাবাসীর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তাদের সাথে আমেরিকা থেকে আরো আসেন ফারুক হোসেনের স্ত্রী জান্নাত ও একমাত্র মেয়ে ইন্নিয়া হোসেন।

হেলিকপ্টার দেখতে আসা অসংখ্য উৎসুক জনতা বলেন, আমেরিকা প্রবাসী ফারুক ও রাহুলদের ৭ভাই আমেরিকা থাকে, তারা আমাদের গর্বের ধন। কারণ তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক কাজে ও গরিব অসহায় মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দেন। হেলিকপ্টারেযোগে তারা বাড়ি ফিরায় আমরা খুবই আনন্দিত।

উৎসক জনতার মধ্যে স্থানীয় যুবক আনোয়ার, গিয়াস উদ্দিন, রহমান ও জাহাঙ্গীর আলম সহ অনেকে জানান, কড়ৈতলী গ্রামে হেলিকপ্টার যোগে প্রবাসীর আগমন একটি বিরল ঘটনা। ফারুক ও রাহুলের হেলিকপ্টারযোগে আগমন ইতিহাস হয়ে থাকবে। তাদের আগমনে আমরা খুশি এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এ সময় ফারুক ও রাহুলের মা ময়ফুলের নেছার সাথে কথা বলতে গেলে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলেরা আমার ঘরের সামনে বিমানযোগে এসেছে--তাতে আমি খুব খুশি।

এদিকে হেলিকপ্টারযোগে আমেরিকা প্রবাসী ফারুক ও রাহুলদের নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়